ইয়াসিন আরাফাত : [২] দেশটির সুপারশপ গুলোতে হঠাৎ করে গত কয়েক দিন ধরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে টয়লেট পেপার, হাত ধোয়ার তরল সাবান, পাস্তা, হ্যান্ড স্যানিটাইজার, টিনজাত খাদ্য, আটা, ময়দার মতো জিনিসের চরম আকাল দেখা দিয়েছে। ডেইলি মেইল, বিবিসি, লন্ডন টাইমস
[৩] বাধ্য হয়ে সুপার স্টোরগুলো এই দুঃসময়ে ক্রেতাদের দায়িত্বশীল হওয়ার আহবান জানানোর পাশাপাশি পন্য কেনার ক্ষেত্রে কিছু বিধি নিশেধ আরপ করেছে।
[৪] এক সম্মিলিত বিবৃতিতে সুপারমার্কেটগুলো সাধারণ জনগণকে আতঙ্কিত হয়ে পাগলের মতো কেনাকাটা বন্ধ করার আহবান জানিয়ে আশ্বস্ত করছে যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব নেই।পর্যাপ্ত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে।
[৫] বিবৃতিতে বলা হয়েছে, দোকানে ঢুকে দয়া করে বিবেচকের মতো আচরণ করুন। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস কেনা বন্ধ করুন, যাতে অন্যরা প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত না হন। আমরা সবাই যদি বিবেচক হই, তাহলে সবার জন্য যথেষ্ট জিনিস দোকানে থাকবে।আমরা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছি যাতে দোকানে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ অব্যাহত থাকে।
[৬] সুপার মার্কেট জায়ান্ট সেইন্সবেরিজের প্রধান নির্বাহী মাইক কুপ ক্রেতাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছেন, দয়া করে কেনার আগে একবার ভাবুন, আপনার পরিবারের যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু কিনুন।
[৭] অনুরোধ-আহবানের পাশাপাশি, সুপার মার্কেটগুলো এখন কেনাকাটার ওপর নানা বিধিনিষেধ আরোপ শুরু করেছে। জার্মান সুপারশপ চেইন অলডি নিয়ম করেছে একজন ক্রেতা কোনো জিনিস চারটির বেশি কিনতে পারবে না।
[৮] সুপার মার্কেট জায়ান্ট টেসকো হাত ধোয়ার সাবান, পাস্তা, টিনজাত খাদ্যসহ বেশ কিছু পণ্য কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে একজন ক্রেতা পাঁচটির বেশি কিছু কিনতে পারবেন না আরেক সুপার মার্কেট চেইন ওয়েটরোজও কিছু কিছু পণ্য কেনার সর্বোচ্চ সংখ্যা বেধে দিয়েছে।
[৯] এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মানুষজনকে দায়িত্বশীল আচরণ এবং অন্যের কথা ভাবার আহবান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :