শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেট শাটডাউন, লিখিত ইতিহাসে প্রথমবার একসঙ্গে বন্ধ মসজিদ, মন্দির, গির্জা

আসিফুজ্জামান পৃথিল : [২] স্পোর্টস লীগ, মিউজিয়াম এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিশ্বজুড়ে লাখো লাখো গির্জা, মসজিদ, সিনাগগ, সঙ্ঘ, মন্দির এবং গুরুদুয়ারা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে। উদ্দেশ্য একটাই, প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধ করা। সিএনএন

[৩] ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সেইন্ট মিটার্স ব্যাসেলিকায় ইস্টারের সমাবেশ আয়োজিত হবে না। কার্ডিনালদেরও নিজ নিজ দেশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেইন্ট পিটার্স ব্যাসেলিকার ইস্টার মাস পরিচালনা করবেন না পোপ ফ্রান্সিস।

[৪] বন্ধ করে দেয়া হয়েছে ওমরাহ পালন। মক্কার পবিত্র মসজিদুল হারামে অতিরিক্ত জনসমাগমে নিরুৎসাহিত করা হচ্ছে। ঘিরে রাথা হয়েছে কাবা শরিফ। স্পর্শ করতে দেয়া হচ্ছে না হাজরে আসওয়াদ।

[৫] ইস্টারের পরপরই আসছে রমজান মাস। মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটি অন্য বছরের চেয়ে নিশ্চিতভাবে আলাদা হতে যাচ্ছে। অন্য বছরগুলোয় এই মাসেই ওমরার জন্য সবচেয়ে বেশি ভীড় হয়। আর এ বছর বন্ধ আছে ওমরাহ।

[৬] বন্ধ ঘোষণা করা হয়েছে জেরুজালেমের মসজিদুল আকসা। নগরীটির সব সিনাগও বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে পবিত্র ক্রসের গির্জাও। ইস্টারের সবচেয়ে আলোচিত গির্জা এটিই। তীর্থ যাত্রীদের যেতে দেয়া হচ্ছে না ইজরায়েলে।

[৭] আপাদত বন্ধ রাখা হয়েছে অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়