শিরোনাম
◈ বাংলাদেশ ৩৬ দেশে পোশাক রফতানি করতো ভারতের সড়ক ব্যবহার করে  ◈ ‘মার্চ ফর গাজা’ কাল, জানতে হবে যেসব নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের ◈ সাঁতারু হিসাবে তৈরি করে ছিন্নমূল ছেলে মেয়েদের ভাগ্য গড়ে দেবে সাঁতার ফেডারেশন: মাহবুবুর রহমান শাহিন ◈ রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এটাই এই সরকারের ম্যান্ডেট: নুরুল হক ◈ সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: জামায়াত সেক্রেটারি ◈ যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায়: উপদেষ্টা ফাওজুল কবির ◈ কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন ◈ এনসিপি-জামায়াত-হেফাজত অংশ নিচ্ছে ‘মার্চ ফর গাজা’য়, গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যানে ◈ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন জামায়াতের আমির

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়া যুদ্ধের ৯ বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার, বলছে পর্যবেক্ষণ সংস্থা

মিরাজুল মারুফ : [২] ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় যুদ্ধ শুরু হবার পর হতাহতদের মধ্যে ১লাখ ১৬হাজার বেসামরিক লোক রয়েছে, শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স এ তথ্য দিয়েছে। এ যুদ্ধে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী, জিহাদিগ্রুপ ও বিদেশি ষড়যন্ত্রের কারণে শুরু হলেও তা শেষ হয়নি। ইয়ন নিউজ, কেপিটাল এফএম

[৩] প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ্র সাহায্যে যুদ্ধ মোকাবেলা করে দেশটির ৭০ ভাগ এলাকা দখল করতে সক্ষম হন।

[৪] ২০১৭ সালে জাতিসংঘের হিউম্যান রাইট্স প্রধান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি মানবসৃষ্ট সবচেয়ে বাজে একটি বিপর্যয়।

[৫] যুদ্ধটি সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এতে ১কোটি ১০লাখ লোক গৃহহীন হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

[৬] যুদ্ধে এপর্যন্ত ২২হাজার শিশু ও ১৩হাজার নারী মারা গেছে।

[৭] যুক্তরাজ্যভিত্তিক আরেক পর্যবেক্ষণ সংস্থা জানায়, যুদ্ধে এপর্যন্ত সৈন্যবাহিনী, মিএবাহিনী ও মিলিশিয়া মিলে ১লাখ ২৯ হাজার ৪শত ৭৬ জন মারা গেছে নিহতদেরমধ্যে হিযবুল্লার ১৬৯৭জন সদস্য রয়েছে।
[৮] এছাড়াও ৫৭ হাজার বিদ্রোহীর মৃত্যু হয় ও ১৩ হাজার ৬শত ২৪জন কুর্দি গেরিলা নিহত হয় ।

[৯] একই সাথে সিরিয়ার ইদ্লিবে আরও ৬৭ হাজার ২ শত ৯৬ জন আইএস সন্ত্রাসী মারা গেছে।

[১০] যুদ্ধে ৪২১ জন অজ্ঞাত লোকও মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়