সিরাজুল ইসলাম: [২] ভারতের দিল্লির আইআইটির শিক্ষার্থীরা এমন উল্লাস প্রকাশ করেন। বৃহস্পতিবার রাত ৮টায় কারাকোরাম হোস্টেলের উল্লাসের ভিডিও ধারণ করা হয়। দুইদিনে এটি ভাইরাল হয়ে যায়। এনডিটিভি
[৩] আইআইটির কর্মকর্তা ভি রামগোপাল রাও টুইট করে জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে আইআইটি সিদ্ধান্ত নিয়েছে ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস, পরীক্ষা ও ক্যাম্পাসে জনসমাবেশ বন্ধ রাখা হবে। অনুগ্রহ করে বার্তাটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিন।
[৪] দিল্লি সরকার করোনাভাইরাস সংক্রমণকে ‘অতিমারী’ ঘোষণা করে ওইদিনই। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংক্রমণ ঠেকাতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। একই সঙ্গে সিনেমা হলের মতো বিনোদন হলগুলোও বন্ধ রাখা হয়েছে।
[৫] শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে করোনাভাইরাস সংক্রমণের শতাধিক। মৃত্যু হয়েছে তিনজনের।
[৬] করোনাভাইরাসে বিশ্বে মারা গেছে ৫ হাজার ৮৪২। সংক্রমিত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।
[৭] গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাস উৎপত্তি হয়। ১৫৭টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের পর সব চেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে।
https://twitter.com/raksha_ag297/status/1238169752142397442
আপনার মতামত লিখুন :