শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চোরাই ১৪,০০০ লিটার কালো স্ল্যাজ তৈলসহ ৩ চোরাকারবারী আটক

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ১৪,০০০ লিটার কালো স্ল্যাজ তৈল উদ্ধারসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭ এবং একটি লরি জব্দ করা হয়েছে ।

[৩] শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী ব্যক্তি চোরাচালানকৃত কালো স্লাজ তেল (তৈল জাতীয় পদার্থ) ট্যাংক লরি গাড়িতে পরিবহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সংযোগ সড়কের বাম পাশে স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্যাংক লরি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের চেক পোস্টের অদূরে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে ০৩ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মহিউদ্দিন আলী (৩৫), পিতা- মৃত আলতাফ মিয়া ২। মোঃ সুলতান বেপারী (৩৯), পিতা- সোবাহান বেপারী এবং ৩। মোঃ সালাউদ্দিন (৫৮) ড্রাইভার, পিতা- মৃত আলী আকবরদের’কে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে ট্যাংক লরি হতে ১৪,০০০ লিটার চোরাইকৃত স্ল্যাজ তেল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত স্ল্যাজ তেল এর আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা এবং জব্দকৃত ট্যাংক লরির আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিএম পি চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়