শাহীন চৌধুরী : [২] দেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপ কার্যকরিভাবে এবং দ্রুততার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সমূহে আগত যাত্রীদের তাপমাত্রা শনাক্তকরণের জন্য বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ৫টি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে।
[৩] আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভীরের মধ্যে জনস্বাস্থ্য এবং বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত হ্যান্ড হেল্ড ডিভাইস দিয়ে কার্যকরিভাবে এবং কম সময়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা কষ্টসাধ্য।
[৪] এই থার্মাল স্ক্যানারগুলো যাত্রীদের সঠিকভাবে জ্বর শনাক্তকরণে সাহায্য করবে, যা করোনা ভাইরাসের (কোভিড-১৯) একটি প্রধান উপসর্গ। যাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিমানবন্দর এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
[৫] এছাড়া সামিটের পৃষ্ঠপোষকতায় এই থার্মাল স্ক্যানারগুলো স্থাপনে সহযোগিতা করার জন্য সিংগাপুর থেকে দুইজন কর্মকর্তা এসেছেন।
[৬] সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক-এমপি, সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. লতিফ খানের কাছে থেকে বিশ্বমানের এই থার্মাল স্ক্যানারগুলো গ্রহণ করেন। এই হস্তান্তর অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান এবং সালমান খান।
[৭] সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এই সংকটের সময় বিশ্বমানের থার্মাল স্ক্যানারগুলো সরবরাহের মাধ্যমে দেশের সেবার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।