মুসবা তিন্নি: [২] ভারতের অন্যতম পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ের পর অভিনয়ে দীর্ঘ বিরতি শেষে খুব শীঘ্রই রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ওয়েবসিরিজ 'একাত্তর' SVF-এর ওয়েব ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাচ্ছে।
[৩] ভারতীয় প্লাটফর্মে প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলেন মিথিলা। এখানে তার চরিত্রটা পাকিস্তানি সাংবাদিক 'রুহি'র। এটা Negetive চরিত্র ঠিক নয়। রুহি একজন সাংবাদিক, ও মানবতাবাদী। দুই দেশের যুদ্ধ হচ্ছে ঠিকই। তবে ও প্রকৃত সত্য ঘটনাকেই পাকিস্তানের মানুষের কাছে তুলে ধরতে চায় সে। আবার, ওর স্বামী পাকিস্তানের মেজর জেনারেল ওয়াশিম। তাই ওর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব কাজ করে।
[৪] 'একাত্তর' তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) -এর মেজর জেনারেল খাদিম হুসেন রাজার লেখা বই 'A Stranger in my own country' থেকে নেওয়া হয়েছে ।
সূত্র : জি নিউজ বাংলা
আপনার মতামত লিখুন :