শিরোনাম
◈ ভোটারের বয়স ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়: মির্জা ফখরুল ◈ হাছান মাহমুদ ও ওবায়দুল কাদের কেন গ্রেপ্তার হয়নি? যা বললেন আসিফ নজরুল (ভিডিও) ◈ সেনাবাহিনীকে জড়িয়ে করা আনন্দবাজারের প্রতিবেদন ভিত্তিহীন: আইএসপিআর ◈ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত: দ্য ইকোনমিক টাইমস ◈ জাতীয় ঐক্য নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী ◈ শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা ◈ ছাত্র রাজনীতি কোন পথে? ◈ ব্রাজিলকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্বে বাকি ৬ ম্যাচেই জিততে হবে ◈ ইংলিশ লিগ লিভারপুল জিতবে, আশাবাদী তারকা খেলোয়াড় সালাহ 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে ৫ হাজার তালেবানকে মুক্তির ফরমান জারি করলেন ঘানি, প্রতারণা মেনে নেয়া হবে না বললো মুখপাত্র

রাশিদ রিয়াজ : [২] আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কারাগারে আটক পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এতে তার দেশে সহিংসতা কমবে এবং এর ফলাফল জনগণ উপলব্ধি করতে পারবে। প্রথম দফায় দেড় হাজার তালেবানকে মুক্তি দেয়া হবে। আগামী শনিবার থেকে দিনে ১শ করে তালেবান কারাগার থেকে বের হবার পর শর্ত হিসেবে তারা ফের যুদ্ধে যোগ দিতে পারবে না। ইয়ন/এক্সপ্রেস ট্রিবিউন/ডন

[২] বাকি সাড়ে ৩ হাজার তালেবান মুক্তি পাবে আফগান সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা শুরু হলে। প্রতি সপ্তাহে ৫শ তালেবানকে মুক্তি দেয়া হবে।

[৩] যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমে খালিলজাদ আশরাফ ঘানির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে খালিলজাদ আফগান সরকার ও তালেবানকে আলোচনা করার তাগিদও দিয়েছেন।

[৪] এদিকে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন মঙ্গলবার টুইটে বলেছেন ৫ হাজার বন্দির মুক্তির বিষয়ে কোনো প্রতারণা মেনে নেয়া হবে না। এদের তালিকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে তালেবান। আফগান সরকার জানিয়েছে, বয়োবৃদ্ধ তালেবান সদস্যদের পাশাপাশি যাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে সবার আগে মুক্তি দেয়া হবে।

[৫] গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের ১৫টি প্রদেশে তালেবানরা ৩২টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৫ নিরাপত্তা কর্মী ছাড়াও ২ বেসমরিক ব্যক্তি নিহত হয়েছে। এর আগে প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার অভিষেক অনুষ্ঠানে বলেন, তালেবান বন্দিদের মুক্তি দেয়া হবে কিনা সেটা কাবুল সরকারের ব্যাপার, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তারপর হেলমান্দে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ নতুন করে শপথ নিলেও যুক্তরাষ্ট্র ও চীন তাকে সমর্থন দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়