সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সোমবার রাতে পৌর এলাকার চররায়পুর এলাকায় আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
[৩] জেলার পৌর এলাকার চররায়পুরে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমান পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
[৪] সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র্যার-১২’র সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
[৫] আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামক পলিথিন কারখানার সন্ধান পান আদালত। যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। আবাসিক এলাকায় কোন ধরনের অবৈধ কাগজপত্র ছাড়া ক্ষতিকর পলিথিন উৎপাদিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়াও উক্ত কারখানায় কোন বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী
আপনার মতামত লিখুন :