সাইফুর রহমান : [২] শনিবার তেলেঙ্গনা বিধানসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, সংবিধান জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রæতি দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এর বিরোধীতা করছে। একটি নির্দিষ্ট ধর্মের প্রতি বৈষম্যমূলক এমন আইন কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ডেকান হেরাল্ড, তেলেঙ্গানা টুডে, টাইমস অব ইন্ডিয়া
[৩] সংশোধিত নাগরিকত্ব আইনের কারণে দেশ বহির্বিশ্বে সম্মান হারাচ্ছে মন্তব্য করে চন্দ্রশেখর বলেন, বিধানসভায় এনিয়ে বিস্তারিত আলোচনার পর চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, যাতে কেন্দ্রকে একটি কঠোর বার্তা দেয়া যায়। কারণ বিষয়টি রাষ্ট্রের ভবিষ্যত, সংবিধান এবং বিশ্বে¦ তার মর্যাদার সাথে সম্পর্কিত।
[৪] আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া জাতীয় জনসংখ্যা নিবন্ধনের (এনপিআর) কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার নিজেরই যেখানে জন্ম প্রমাণপত্র নেই, তখন বাবার জন্ম সনদ কোথায় পাবো?
[৫] তার দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নিজেদের দলীয় নীতির প্রশ্নে আপোষ করবে না জানিয়ে চন্দ্রশেখর বলেন, ‘আমার মতো যারা গ্রামে জন্মেছে তাদের কারোরই জন্ম নিবন্ধনের কোনও ব্যবস্থা ছিলো না।’ সেক্ষেত্রে অজপাড়াগাঁয়ে জন্ম নেয়া আদিবাসী, দলিত এবং হতদরিদ্ররা এখন জন্মসনদ কোথায় পাবে তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।
আপনার মতামত লিখুন :