বাংলাদেশ প্রতিদিন :[২] আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান এই তথ্যটি দিয়েছেন।
[৩]তিনি জানান- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর বাইরে সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মহিলা প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।