মহসীন কবির: [২] করোনা আতঙ্কে কলকাতার রেল স্টেশন, বিমানবন্দর সব জায়গাতেই যাত্রীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই তালিকায় বাদ নেই মেট্রোও। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সতর্ক করতে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই স্পষ্ট বলা হয়েছে, ‘চুমু খাবেন না।’ সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার
[৩] ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৯১টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিনে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার ৪ শত ৮শত জন।
[৪] ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। আগাম ব্যবস্থা হিসেবে কলকাতার সবকটি সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলা হাসপাতালেই করোনা চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনার মতামত লিখুন :