মেহেরুবা শহীদ : [২] বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোল উৎসবের ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, অশ্লীল শব্দ যোগ করে রোদ্দুর রায় যে রবীন্দ্র সংগীত গেয়েছেন, সেই অশালীন শব্দগুলো পিঠে আবির দিয়ে লেখা। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় থানায় অভিযোগও দায়ের করেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে ৫ অভিযুক্ত লিখিতভাবে ক্ষমা চান। এই অভিযুক্তদের প্রত্যেকেই বহিরাগত। এই সময়, আনন্দবাজার, এবিপি আনন্দ
[৩] অভিযুক্তদের দাবি, তারা পিঠে রং দিয়ে রবীন্দ্রনাথের গানের পংতি লিখেছিলো ঠিকই। ছবিতোলার সময় অশ্লীল বাক্য লেখা একজন তাদের পাশে দাঁড়িয়ে পড়ার দায় তারা কেনো নিবে। এই নিয়ে প্রমাণসহ আবেদনও পেশ করেছেন তারা। যদিও শেষ পর্যন্ত তাদের সেই দাবি মেনে নেয়া হয়নি।
[৪] ঘটনার দায় নিয়ে শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় সব্যসাচী বসু রায়চৌধুরী নিজের পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি এখনও উপাচার্যের পদত্যাগপত্র পাননি। সম্পাদনা : রাশিদ রিয়াজ
আপনার মতামত লিখুন :