যায়েদ হোসেন : [২] রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে মুজিব বর্ষেই নতুন শহীদ মিনার নির্মিত হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।এছাড়াও কলেজ অডিটোরিয়াম আধুনিকায়নে কাজ করা হবে বলেও জানান তিনি।
[৩] গত বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অধ্যক্ষ বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে।এরমধ্যে দিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। কলেজের শহীদ মিনার পুননির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে এবং মুজিব বর্ষেই উদ্বোধন। পুরনো শহীদ মিনার ভেঙে 'মুক্তির সোপান' ভাস্কর্যের পাশে নতুন শহীদ মিনার নির্মিত হবে যার নকশা করেছেন বিখ্যাত ভাস্কর জাহানারা পারভীন। এছাড়াও কলেজ অডিটোরিয়াম আধুনিকায়নের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
[৪] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'অমর একুশে', কবি নজরুল কলেজে 'মুক্তির সোপান' ভাস্কর্যসহ জাতীয় পর্যায়ে অনেক কাজ করে খ্যাতি অর্জন করেছেন ভাস্কর জাহানারা পারভীন। ঐতিহ্যবাহী এই কলেজে, 'মুক্তির সোপান' ভাস্কর্যের কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, 'মুক্তির সোপান'এর পাশেই শহীদ মিনার নির্মিত হবে। ১৪৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কলেজে আমা কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি কলেজের প্রশাসন ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।
[৫] বাংলা বিভাগের শিক্ষার্থী ফারাবী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভাস্কর্য আমাদের ক্যাম্পাসে সর্বপ্রথম স্থাপন করা হয়েছে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। অনেক পুরনো কলেজ হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই কলেজে ঘুরতে আসেন। কলেজে বর্তমানে যে শহীদ মিনার রয়েছে, নতুন কেউ এলে তাকে না বলা পর্যন্ত বুঝবেই না, এটি শহীদ মিনার।অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে, সিঁড়িতে বসে আড্ডা দেয়।
[৬] কলেজের শহীদ মিনার পুননির্মাণ ও অডিটোরিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেয়ায় কলেজের অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, এর আগে আমরা শহীদ মিনারটি পুননির্মাণের দাবি জানিয়েছিলাম এবং অধ্যক্ষ স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন।দ্রুত উদ্যোগ নেয়ায় আমার স্যারকে ধন্যবাদ জানাই।
[৭] শিক্ষার্থীরা আরো বলেন, কলেজের এ-ভবনের সবচেয়ে বড় ১১০নং রুম। এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই এই রুমকেই অডিটোরিয়াম বলে চালিয়ে দেয়া হয়। এতো পুরনো একটি কলেজে আধুনিক মানের একটি অডিটোরিয়াম নেই। ক্যান্টিন ও অডিটোরিয়াম এর মাঝখানে কিছু জায়গা রয়েছে। এই জায়গা ব্যবহার করে অডিটোরিয়াম আরো বড় করা এবং এর উপরে রুম করে সেই রুম গুলোও কজে লাগানো দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :