মাহফুজ নান্টু,কুমিল্লা প্রতিনিধি: [২] শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) এর খেলায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকরা। শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
[৩] সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেল ৩.১৫ মিনিটে খেলা শুরু হবে। খেলা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ প্রচারিত হবে। খেলা উদ্বোধন করবেন সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
[৪] কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন,আমরা সদ্য সমাপ্ত করেছি কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এখন বিপিএল ফুটবল খেলা শুরু হবে। এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও ১২ টি খেলা থেকে অর্জিত অর্থ ফুটবল খেলার উন্নয়নে ব্যয় হবে বলেও জানানো হয়।
[৫] সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ ইয়েন লি জানান, আয়োজকদের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। কুমিল্লার ভেন্যুতে প্রতিটি ম্যাচই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
[৬] বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, বসুন্ধরা কিংস নি:সন্দেহে একটি ফেভারিট দল। এ দলটি যে কোন কনণ্ডিশনে ভালো খেলে। শনিবার কুমিল্লার জন্য ঐতিহাসিক দিন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর,প্রেস ক্লাবের সাবেক সভাপতি অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল প্রমুখ। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী
করোনায় সাত কোটি মানুষের মৃত্যুর শঙ্কা, ২.৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাত কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের শঙ্কা, করোনার দাপটে বিশ্বজুড়ে দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা আরো দেখিয়েছেন, করোনাভাইরাস যদি একেবারে স্বল্পমাত্রায় থিতিয়ে আসে, তারপরেও দেড় কোটি মানুষের মৃত্যু হতে পারে। আর যদি দ্রুত একে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে হতাহত ও ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।
তার মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে কয়েক লাখ মানুষ। ওয়ার উইক ম্যাককিবন জার্নালে প্রকাশিত ওই গবেষণার ফলাফলে বলা হয়েছে, মৃতের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্তের পর মারা যাচ্ছিল দেড় থেকে দুই শতাংশ মানুষ। বর্তমানে তিন দশমিক চার শতাংশ আক্রান্ত মানুষ মারা যাচ্ছে। চীন এবং ভারতে কয়েক লাখ মানুষ মারা যাওয়ার শঙ্কা রয়েছে। তবে কেবল যুক্তরাষ্ট্রে দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হতে পারে করোনার কারণে।
আপনার মতামত লিখুন :