শিরোনাম
◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সুপ্রিম কোর্টে অযোদ্ধা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পপুলার ফ্রন্ট

সাইফুর রহমান : [২] ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ের পর বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের জন্য ইতোমধ্যেই মোদি সরকারের ট্রাস্ট গঠনের পাশাপাশি সরকারের দেয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। দীর্ঘদিনের হিন্দু-মুসলিম বিবাদ যখন মিটছে বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই শুক্রবার এনিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া,ডিএনএ ইন্ডিয়া, নিউজ১৮

[৩] পিএফআইয়ের আবেদনে বলা হয়, আদালতে বিষয়টি আরও একবার আলোচনা হওয়া উচিত। একইসঙ্গে তাদের দাবি, এই রায়ে আপাতত স্থগিতাদেশ জারি করুক শীর্ষ আদালত।

[৪] গত ৯ নভেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। যেখানে বলা হয়, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি ন্যাসের অধীনে। মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প হিসেবে ৫ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বেঞ্চ।

[৫] সম্প্রতি কেন্দ্রের দেয়া পাঁচ একর জমি গ্রহণের পর সুন্নি ওয়াকফ বোর্ড ঘোষণা দিয়েছে, ওই জমিতে মসজিদের পাশাপাশি নির্মাণ করা হবে একটি গবেষণা কেন্দ্র, একটি হাসপাতাল এবং একটি পাঠাগার। অন্যদিকে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণাও দেন মোদী।

[৬] উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের শান্তিরক্ষা দলও শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে মামলা করেছিল। এবার দ্বিতীয় দল হিসেবে পিএফআইও হাঁটছে একই পথে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়