মেহেরুবা শহীদ: [২] বুধবার সুনীল কর্মকার জানান, তার ভোটার কার্ডে বাবার নাম ভুল থাকায় সংশোধনের আবেদন করেছিলেন। সংশোধনের পর তার বাবার নাম্টি ঠিক করে দেয়া হলেও ছবির স্থানে বসানো হয়েছে একটি কুকুরের ছবি। দায়িত্বরত কর্মকর্তা আইডি কার্ডটি দেয়ার সময় ঐ কুকুরের ছবিটি খেয়াল না করেই সই করে দিয়েছিলেন। আনান্দবাজার, হিন্দুস্তান টাইম, এনডিটিভি
[৩] পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথে সংশোধনের আবেদন করেছিলেন তিনি।
[৪] এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা জানান, ভুলবশত যুক্ত হওয়া ছবিটি পাল্টে সুনীল কর্মকাররে ছবি যোগ করে তার হাতে তুলে দেয়া হয়েছে। যেখানে ভোটার কার্ডে ছবি যুক্ত করা হয়, সেই এভিপি’র ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছিলো। এরইমধ্যে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তি নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :