সুজন কৈরী : [২] নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নুর পাপিয়া ওরফে পিউ সম্পর্কে তথ্য জানতে চেয়ে ওয়েস্টিন হোটেলকে সোমবার বিকেলে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ। তথ্যগুলো আগামী ৮ মার্চের মধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
[৩] চিঠিতে পাপিয়া কত তারিখ থেকে কত দিন এবং কত নম্বর কক্ষ-রুম-স্যুট বা প্রেসিডেন্সিয়াল স্যুট ব্যবহার করেছেন, মোট কত জনকে নিয়ে অবস্থান করেছেন, প্রত্যেকের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য, হোটেলে খাওয়া দাওয়া, সুইমিং পুল ব্যবহার ও বারের বিলসহ অন্যান্য বিল বাবদ মোট কত টাকা পরিশোধ করেছেন এবং বিলগুলো কীভাবে পরিশোধ করা হয়েছে, যাবতীয় বিল ভাউচারের কপি চাওয়া হয়েছে।
[৪] হোটেলে পাপিয়া, তার স্বামী ও পাপিয়ার কাছে যাওয়া ব্যক্তিদের চেক ইন ও আউট সংক্রান্ত হোটেল এন্ট্রি রেজিস্টার সংশ্লিষ্ট পৃষ্ঠার সত্যায়িত কপিও চাওয়া হয়েছে।
[৫] গত ১২ অক্টোবর থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের সিসিটিভি ফুটেজ এবং পাপিয়া ও তার কাছে লোকজনকে নিয়ে যেসব কক্ষে অবস্থান করা সংক্রান্ত ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে।
[৬] দুদক বলছে, সম্পদ অনুসন্ধানের পাশাপাশি পাপিয়া কাদের সহায়তায় এসব সম্পদ অর্জন করেছেন তাও খতিয়ে দেখা হবে।
[৭] দুদক সূত্র জানায়, পাপিয়ার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গত বৃহস্পতিবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। রোববার অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। সম্পাদনা : রেজাউল
আপনার মতামত লিখুন :