পটুয়াখালী প্রতিনিধি: [২] সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার ছোটচৌরাস্তায় অভিযান চালিয়ে শিবির সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা নিষিদ্ধ বিভিন্ন ধরনের বই এবং লিফলেট জব্দ করা হয়।
[৩] পুলিশ সূত্রে জানা যায়, , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ মার্চ) বিকেল ৪টার দিকে তারা জানতে পারে যে পটুয়াখালী পৌরএলাকার ছোট চৌরাস্তা নামক এলাকায় একটি বাড়িতে কয়েকজন শিবিরকর্মী গোপন বৈঠক করছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে তাদের একটি বাড়ি থেকে আটক করে। এবং তাদের কাছে থাকা প্রচুর বই এবং লিফলেট উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
[৪] পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানায়, আমি ঘটনাটি শুনেছি বাড়িটিতে পুলিশ তল্লাশি করছে। সম্পাদনা: জেরিন আহমেদ