সিরাজুল ইসলাম: [২] ইদলিবে রোববার গুলি করে বিমান দুইটি ভূপাতিত করা হয়। ইয়ন, সাবাহ, সৌদি গেজেট
[৩] তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বিবৃতিতে বলেছেন, তাদের বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর সময় তারা দুইটি বিমানকে ভূপাতিত করেছে। একই সময় তারা দুইটি যুদ্ধবিমান ধ্বংস করেছে।
[৪] সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর হামলায় বৃহস্পতিবার ইদলিবে ৩৪ তুর্কি সেনা নিহত হয়। এঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার থেকে সেখানে পুরোদমে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা। শনিবার পর্যন্ত তাদের বিমান ও স্থল হামলায় সিরিয়ার প্রায় ৪০০ সেনা নিহত হয়। ধ্বংস হয় বিপুল সামরিক সরঞ্জাম।
[৫] গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে সিরিয়ার পাশাপাশি তুর্কি সেনা এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ রয়েছে। হিজবুল্লাহ বাহিনী সিরিয় সেনাদের হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। রাশিয়া, ইরান ও সিরিয়া ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। তুরস্ক সেখানে একটি বিদ্রোহী বাহিনী সমর্থন দিচ্ছে; তারা সিরিয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এক্ষেত্রে তুরস্কের বন্ধু হলো যুক্তরাষ্ট্র।
[৬] তুরস্ক সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু কয়েকদিনের অভিযান নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
আপনার মতামত লিখুন :