শিরোনাম
◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, বললেন মির্জা ফখরুল 

মহসীন কবির ও শিমুল মাহমুদ : [২]  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সমস্ত মানবিক বোধগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তার প্রাপ্য জামিন তারা (আওয়ামী লীগ) দিচ্ছে না।

[৩] তিনি বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া এক বক্তব্যের মন্তব্য করে  মির্জা ফখরুল বলেন, তারা এমন পর্যায়ে চলে গেছেন যে তাদের লোকজনদের ঘর থেকে গোডাউন থেকে হাজার হাজার শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে।

[৫] রোববার দুপুরে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

[৬] মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে কোনো প্রশ্নই নয়। সমস্যাটা হচ্ছে এই আওয়ামী লীগ যেহেতু জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সে জন্যেই জনগণের যে ব্যাথা-বেদনা, দুঃখ-দুর্দশা ও কষ্ট এগুলো তারা বুঝতে পারে না।

[৭] বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নিজের রাজনৈতিক জীবনের ইতি টানেনি। তিনি পরবর্তীকালে জনতার রায়ের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতি দায়িত্ব দিয়েছেন। তিনি দেশের সকল মানুষকে পেশাজীবীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। তার স্বল্প রাজনৈতিক জীবনে সমস্ত পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি যে উন্নয়ন সূচনা করেছিলেন তার ফলশ্রুতি হিসেবে দেশ আজ শত প্রতিকূলতার মধ্যেও একটা জায়গায় গিয়ে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়