শিরোনাম

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় স্কুলের ছাদ ধসে এক শিক্ষার্থী আহত

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লার দেবিদ্বারে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে ছাদ ধসে নুরজাহান নামে এক ছাত্রী আহত হয়েছে। আহত নুরজাহান উপজেলার দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

[৩] স্কুলের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা জানান, শনিবার বেলা ১ টায় পঞ্চম শ্রেণির ক্লাশ চলাকালীন হঠাৎ স্কুলের ছাদ ভেঙ্গে পরে। এ সময় ক্লাশে অধ্যায়নরত শিক্ষার্থী নুজাহানের মাথা ফেটে যায়। পরে আহত শিক্ষার্থীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়৷

[৪] স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক জানান, দীর্ঘদিন যাবৎ স্কুলটির নাজুক অবস্থায় রয়েছে। স্কুলে নতুন ভবনের বরাদ্দ এসেছিল। পরে সেই বরাদ্দ অন্যত্র চলে যায় । তিনি জানান, ঝুকিপূর্ণ এমন ভবনে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নেয়া ঠিক হবে না।

[৫] উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। আমি ইউএনও মহোদয়ের সাথে এব্যাপারে কথা বলেছি। আগামি দিন আমি স্কুলে যাব।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, ঘটনাটি আমি শুনেছি। আমি খুব অসুস্থ, তাই সেখানে যাইতে পারছিনা। স্কুলের প্রধান শিক্ষিকা এবং আহত শিক্ষার্থীর বাবার সাথে আমার কথা হয়েছে। তার চিকিৎসার সব খরচ আমরা বহন করব। এছাড়াও বিূ্যালয়ের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়