শিরোনাম
◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সভায় বিদ্রোহীর হামলা, আহত ৭

দেশ রূপান্তর:[২] চট্টগ্রাম নগরের ডবলমুরিং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সভায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

[৩]স্থানীয় সূত্র জানায়, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি ও বিতর্কিত সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর এবার আওয়ামী লীগের সমর্থন পাননি। সাবেরের পরিবর্তে আওয়ামী লীগ এবার সমর্থন দেয় তাদের ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিনকে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবের আহমেদও মনোনয়নপত্র জমা দেন।

[৪]তারা জানান, শুক্রবার বিকেলে ঝর্ণাপাড়া এলাকায় নিজ বাসার নিচে নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করছিলেন নুরুল আমিন। সন্ধ্যার দিকে সাবের আহমেদের নামে স্লোগান দিতে দিতে কয়েকজন তরুণ সেখানে গিয়ে হামলা করে। তবে বর্তমান কাউন্সিলর সাবের আহমদ বলেন, এ ঘটনার সঙ্গে তার ছেলে কিংবা কোনো কর্মী-সর্মথক জড়িত নয়। নুরুল আমিন নিজের কর্মী দিয়ে হামলার ঘটনা সাজিয়েছেন। যাতে আমাকে ফাঁসানো যায়।

[৫]সিএমপির উপপুলিশ কমিশনার ফারুকুল হক বলেন, সাবের আহমেদের ছেলের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আরেক প্রার্থী নুরুল আমিন। তাদের পাঁচ-সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে। আমরা মামলা করার জন্য বলেছি। মামলা দায়েরের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়