মোহাম্মদ হোসেন, হাটহাজারী প্রতিনিধি: [২] অবহেলিত একটি সড়ক হাটহাজারী পৌর সদর এলাকার ৩ নং পূর্ব দেওয়ান নগর
আজিজিয়া মজিদিয়া সংযোগ ছড়াকুল সড়ক। প্রায় বিলুপ্ত এই সড়কটি।
[৩] আশপাশের জমি গুলোতে ভেঙে গিয়ে ছোট হয়ে যাচ্ছে । চট্টগ্রাম থেকে আসা ছোট যানবাহন গুলো সদরের যানজটের কারণে এই সড়ক দিয়ে চলাচল করত। কিন্ত সড়কটি দীর্ঘ দিন মেরামত না থাকায় বিলুপ্ত হয়ে যাচ্ছে । এ দিকে কয়েক দিন আগে সড়কটি পরিদর্শন করেন পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সড়কটি উন্নয়ন হলে বদলে দিতে পারে ওই এলাকার পরিবেশ।
[৪] সড়কটি প্রয়োজনী সংস্কার না থাকায় এই সড়ক পথে ঘটছে নানা অপরাধ কর্মকাণ্ড। পৌর প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী। সম্পাদনা: জেরিন আহমেদ