মিরশ্বরাই প্রতিনিধি : মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি "চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কর্তৃপক্ষ" ভ্যাট ফাঁকি দিয়ে বাজারজাত ও রপ্তানি করার জন্য মজুদকৃত তামাকজাত পণ্য হাকিমপুরী জর্দ্দার একটি বিশাল চালান আটক করেন। যাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা।
[৩] উল্যেখ্য যে এই হাকিমপূরী জর্দায় অধিক পরিমাণে সিসা থাকায় সম্প্রতি নিরাপদ খাদ্য আদালত তা নিষিদ্ধ করেন।
[৪] মীরশ্বরাই উপজেলার জোরালগন্জ থানার চিনকি আস্তানা এলাকার তাহার বাড়ী হইতে এই সকল মালামাল আটক করা হয়। উক্ত মালামাল ও বাড়ীর মালিক জৈনক নুরুল আবছার বলে জানা যায়।
[৫] বারইয়ার হাট ( শান্তির হাট) এলাকার দুবাই প্রবাসী জৈনক নুরুল আবছার নামক এই ব্যক্তি দীর্ঘ দিন যাবত তামাক ও তামাকজাত পণ্য মূল্য সংযোজন কর,ভ্যাট ফাঁকিি দিয়ে কাস্টমসএ মিথ্যা ঘোষণা দিয়ে একটি অসাধু চক্রের সহযোগিতায় দুবাই সহ বিভিন্ন দেশে রপ্তানি করে আসছে। সম্পাদনা: জেরিন আহমেদ
আপনার মতামত লিখুন :