শিরোনাম
◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা ◈ বিসিবির বিবৃতি, মাঠে মারামারি করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ  ◈ সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে ড. ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে আরএসএফ ◈ ‌‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর জন্যই জার্সি নম্বর পাল্টেছেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] ৬৮ নম্বর জার্সি গায়ে এতো দিন খেলার মাঠে দেখা গেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭ নম্বর জার্সি পড়ে খেলতে নেমেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাই ম্যাচ শেষে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। উত্তরে জানিয়েছেন স্ত্রীর কথাতেই জার্সি নম্বর পাল্টাছেন তিনি।

[৩] জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এই রহস্য উদঘাটন না করে এড়িয়ে গিয়ে বলেন, ‘না, ওরকম স্পেসিফিক কোনো কারণ নেই আসলে। আলাদা কোনো ব্যাপার ছিলো না, এমনিতেই পরিবর্তন করলাম আর কি।’ পরে এক প্রতিবেদককে বলেন, ‘আমার স্ত্রী (ফারিয়া) বলেছিলো জার্সি নম্বর বদলাতে।’

[৪] ‘৭’ কে লাকি ‘সেভেন’ বলা হয়ে থাকে। এই নম্বরের জার্সি পড়ে সফলতাও পেয়েছেন মুমিনুল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতেছেন। এছাড়া ১৪ ইনিংস পড়ে শতকের দেখাও পেয়েছেন এই টেস্ট স্পেশালিস্ট।

[৫] অবশ্য টেস্ট ক্রিকেটে জার্সির পেছনে নাম ও নম্বর যোগ হওয়ার বেশিদিন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর নাম ও নম্বর সম্বলিত জার্সির রীতি চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৬] এর আগে বাংলাদেশের ৭ নম্বর জার্সি দেখা গেছে আমিনুল ইসলাম বিপ্লবকে। যদিও তিনি টি-টোয়েন্টি ফরমেটে খেলেছেন। হয়তো এবার সেই নম্বর পরিবর্তন করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়