শিরোনাম
◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় নামাজ: বিতর্কিত লেখিকা তসলিমার গাত্রদাহ

ডেস্ক রিপোর্ট  : নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নানামুখী মন্তব্য করে বারবারই তিনি আলোচনায় থাকে। সম্প্রতি অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা নিয়ে মন্তব্যের জেরে বাংলাদেশ তো বটেই, ভারতেও তিনি আলোচনায় এসেছে। সেই বিতর্কের মধ্যেই অমর একুশে গ্রন্থমেলায় নামাজ পড়া নিয়ে মন্তব্য করেছেন এই লেখিকা।

নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, পুরা বাংলাদেশ দখল কইরা নিছে, বইমেলা দখল করা কোনও ব্যাপার হইলো? মেলার ভেতরে ঢুইকা এরা নামাজ পড়তাছে। এই নামাজটা রাজনৈতিক। ইসলামটাই এখন আর ধর্ম না, পুরাই রাজনীতি। দখলের রাজনীতি। মেয়েদের অবয়ব মুইছা দেওয়া, বিধর্মীদের নিশ্চিহ্ন কইরা দেওয়া। রাস্তাঘাট দখল, ইস্কুল কলেজ দখল, কোর্ট কাচারি দখল, মসনদ দখল। একের পর এক দেশ দখল। বাধা দিতে গেলেই ঘ্যাচাং। দারুল ইসলামের রাজনীতি এইরকমই। পিছন থেইকা আচানক, অ্যামবুশ অ্যাটাক।’

সম্প্রতি এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘আমি এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে!’

এ আর রহমানের মেয়েকে নিয়ে তসলিমার এই টুইট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি। পাল্টা সমালোচনা করে তার নিজস্ব চিন্তাধারা এবং মতাদর্শ নিজের কাছে রাখতে তসলিমাকে পরামর্শ দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার তাকে সতর্কবাণী দিয়ে বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন।’

অনেকে তসলিমার সমর্থনে মুখ খুলেছেন। তাদের কথায়, ‘মেয়ের বোরকা পরার জন্য রহমানই দায়ী।’ এদিকে মেয়ের বোরকা পরা নিয়ে এ আর রহমানের ধর্মান্তকরণের প্রসঙ্গ টেনে এনেও তাকে কটাক্ষ করতে ছাড়েননি অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়