ইয়াসিন আরাফাত: আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় নিরাপত্তাসহ, সবরকম ব্যবস্থা নিয়েই আগামী মার্চ মাস থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় চালু হতে যাচ্ছে এই অত্যাধুনিক বাস সার্ভিস।অ্যাপ ক্যাবের ধাঁচে ঢেলে সাজানো হবে অ্যাপ-বাস। থাকবে সব ধরনের প্রযুক্তি। সম্প্রতি এই সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।কোলকাতা ২৪
অ্যাপ বাসের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন কিছু নির্দেশিকা তৈরি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ি সরকার চাইছে অ্যাপ ক্যাবের চালকদের মতই ড্রাইভারদের যাচাই করে নেয়া হবে। চালকদের কিচু শর্ত মানতে হবে। গাড়িটি ঠিক আছে কিনা, সেটা পরখ করে নেয়া হবে। যদিও নির্দাশিকাটি অনেক আগেই তৈরি করা হয়েছে, তবে তা আগামী মার্চ থেকে বাস্তবায়িত হবে।
বিগত পাঁচ বছর ধরে কোলকাতা শহরের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে অ্যাপ ক্যাব। এবার অ্যাপ বাস চালানোর জন্য এগিয়ে এসেছে অনেক সংস্থা। তাই অই নীতি তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।
জানা গেছে বাসে অবশ্যই থাকবে জিপিএস ও সিসিটিভি। সেই সিসিটিভি-তে বিগত সাতদিনের ফুটেজ রাখতেই হবে। অ্যাপ ক্যাবের মত প্যানিক বাটন থাকবে বাসে। প্রত্যেক বাসে থাকবে একজন করে অ্যাটেন্ড্যান্ট। কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না।
কোনও সংস্থা অ্যাপ বাস চালাতে চাইলে, তার অবশ্যই একটা অফিস থাকতে হবে রাজ্যে। সেই অফিসের কর্তা কে, সেটা সরকারকে জানাতে হবে। যাত্রীরা নিজেদের অবস্থান অন্তত পাঁচজনের সঙ্গে শেয়ার করতে পারবেন, এমন ব্যবস্থা রাখতে হবে। কোনও বিপদে পড়লে যাত্রীরা যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেদিকেও নজর দেয়ার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রণালয়ের দাবি, অ্যাপ বাস চালু হলে মানুষের প্রাইভেট কার ব্যবহার করার প্রবণতা কমবে। ফলে গাড়ির সংখ্যা কমবে ও দূষণও কমবে। তাই অ্যাপ বাসে বিশেষ উৎসাহ দেয়া হচ্ছে। বিশেষত স্থানীয় বিশেষ কিছু এলাকার যাত্রীদের এই অ্যাপ বাসের ফলে বিশেষ সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :