শিরোনাম
◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও) ◈ ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ কনটেন্ট ক্রিয়েটর কাফির (ভিডিও) ◈ প্রথম চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, লক্ষ্য সম্পর্ক জোরদার ◈ আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার ◈ খুব সহজেই ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী বললেন, দুই বাংলা একদিন এক হয়ে যাবে

ইয়াসিন আরাফাত : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ আহবান জানান ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জার্মানী যদি দুই ভাগ হওয়ার পরও এক হয়ে যেতে পারে, তাহলে দুই বাংলাও বেশি দিন আলাদা থাকবে না। ভাষাই দুই বাংলাকে এক করে দেবে। কোলকাতা ২৪

কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং সিএএ বিরোধিতায় প্রথম থেকেই সচ্চার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই ইস্যুতেই কেন্দ্রের বিরোধিতায় একুশের মঞ্চকেই হাতিয়ার করে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যে এই আইন নিয়ে সকলের মধ্যে যে অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবছর এইদিনে দুই বাংলার মানুষ মিলিত হয় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে। সকলে মিলে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। স্মরণ করা হয় তাঁদের আত্মত্যাগের কথা। পাশাপাশি এদিন দুই বাংলার জন প্রতিনিধিরা একে অপরের মঞ্চে গিয়েও বক্তব্য রাখেন।

এদিন বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের প্রতি জ্যোতিপ্রিয় বলেন, আমাদের দেশে সিএএ নিয়ে একটা আইন পাশ হয়েছে। আমাদের দেশে তা নিয়ে আতঙ্ক চলছে। আমরা যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছি, তাদের তাড়িয়ে দেবে বলছে। আপনারাও আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের সঙ্গে চলুন। আমরা ওই আইন মানি না।

দুই বাংলার এই ভাষা উৎসবে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন, বনগাঁর পুরপ্রধান শংকর আঢ্য-সহ অন্য বিশিষ্ট জনেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়