ইয়াসিন আরাফাত : কোভিড-১৯ (করনা ভাইরাস) আতঙ্কে ইতোমধ্যেই চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে বিশ্বের বহু দেশ। এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চীন থেকে ৪৫ ইউক্রেনীয় ও ২৭ বিদেশিকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়েছে ইউক্রেন। এর ফলে বিক্ষুব্ধ হয়ে উঠে দেশটির নাগরিকরা। তাদের আশঙ্কা, চীন থেকে ফেরা ব্যক্তিদের মাধ্যমে ইউক্রেনে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আলজাজিরা
এদিন চীন ফেরত নাগরিকদের ৬ টি বাসে করে দেশটির রাজধানী কিয়েভের দক্ষিণে নোভি সানঝরি এলাকায় একটি হাসপাতালে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এসময় চীন ফেরতদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে ভাঙচুর চালানোর পাশাপাশি সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় ওই এলাকার রাস্তা খালি করা সম্ভব হয়।
এদিকে দেশটির নিরাপত্তা বিভাগ বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ভুয়া ইমেইল মেইলের মাধ্যমে গুঁজব ছরানো হয় যে, চীন ফেরত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এর পরপরই দেশটিতে ওই বিক্ষোভ ছড়িয়ে পরে। ভুয়া মেইল পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে ও ভাঙচুর চালায়। ইতোমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে কনো তথ্য জানায়নি ইউক্রেন। তবে চীন থেকে ফেরত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা দেখাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা এই প্রবণতায় উৎসাহ পাচ্ছি কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই।’