শিরোনাম
◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে ◈ বেনজীর এবং ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিলো শেখ হাসিনা! (ভিডিও) ◈ খেলবেন না সাকিব, ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন ◈ একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে : সিইসি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ের বোরখা পরা নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষের জবাব দিলেন এ আর রহমান

সালেহ্ বিপ্লব : উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত পরিচালক বেশ কদিন বিষয়টি নিয়ে চুপচাপ ছিলেন। তার মেয়ে খাতিজা বোরখা পড়েন, এ নিয়ে ভারতে নির্বাসিত বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন খোঁচা মেরেছেন।  কদিন আগে তিনি মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তার দম আটকে আসে! সঙ্গে সঙ্গে টুইটে তাকে মুখের ওপরই জবাব দিয়েছিলেন খাতিজা। এনডিটিভি

তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে টুইটে খাতিজা লিখেন, দম বন্ধ হয়ে এলে মুক্ত হাওয়ায় যান। বোরখায় আমার দমবন্ধ হয়ে আসে না। মেয়ের সেই ছাঁচাছোলা জবাবের পর এবার বোরখা ইস্যুতে তার পাশে দাঁড়ালেন আল্লারাখা রহমান, যিনি এ আর রহমান নামে সারাবিশ্বে পরিচিত।

এই অসম্ভব মেধাবী শিল্পী বলেছেন, ''নানা ভাষা, নানা মত, নানা পরিধান-এর দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীনভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরখা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে।’’

এ আর রহমান আরও বলেন, ‘'আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়ে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধহয় সবাই জানেন না, বোরখা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যাকে আমার মেয়ে নিজের ইচ্ছেয় গায়ে তুলেছে। তারপরেও কেন এত বিরোধ এই নিয়ে!'

এর আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান আরও বলেছিলেন, "মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব, আমি নিজের ইচ্ছেয় এই পোশাক গায়ে তুলেছি। কারোর জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পার।"

মেয়ের মতামত জানার পর পরই সরব হন এ আর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়