শিরোনাম
◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী?

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে লাখো মুসল্লীর ঢল

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত এশিয়া বিখ্যাত আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর মামাইজভাণ্ডারীর (কঃ)’র ১০১তম খোশরোজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-ক্বিয়ামসহ নানা কর্মসূচী পালিত হয়। এ দিন বিকেলে মাইজভাণ্ডার শাহী ময়দানে কোরআন-সুন্নাহর মাহফিল, মিলাদ ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী। এ সময় তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে। নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে। মাইজভান্ডারী দর্শন হচ্ছে ঐশী প্রেমবাদ ও মানবতাবাদী দর্শন। এ দর্শনে রয়েছে সবার উপরে মানুষ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই মাইজভান্ডারী মহাত্মাদের জীবন সাধনার মূল লক্ষ্য। মোনাজাতে সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী, আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীনসহ লাখো ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় আমীন আমীন ধ্বনিতে মাইজভাণ্ডার শরীফসহ আশপাশের এলাকা প্রকম্পিত হয় উঠে।

এ খোশরোজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা ও নাজিরহাট হাইওয়ে পুলিশের পাশাপাশি গাউছিয়া রহমান মঞ্জিলের সহ¯্রাধিক স্বেচ্ছাসেবক আইন-শৃৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। এদিকে খোশরোজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মাইজভাণ্ডার ওরশ কমিটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়