শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষের প্রীতি ম্যাচে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের (মার্চ) ২১ ও ২২ তারিখ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচ দুটি।

এই ম্যাচে এশিয়া একাদশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘রেস্ট অব দি ওয়ার্ল্ড’ একাদশ। এশিয়া একাদশের হয়ে মাঠ মাতাবেন ৪ জন ভারতীয় ক্রিকেটার।এশিয়া একাদশের হয়ে বাংলাদেশ থেকেও খেলবেন ৪ জন ক্রিকেটার। ম্যাচটির বড় আকর্ষণ ভারতের ক্রিকেটাররা।

৪ জন ভারতীয় ক্রিকেটারকে এই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার বিসিবিকে চার ক্রিকেটারের নামও পাঠিয়েছে তারা। চার হলেন- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।

ভারতের কোন কোন ক্রিকেটার এই ম্যাচে অংশ নিতে পারবেন, তা নিশ্চিত করেই বিসিবির কাছে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

মুজিববর্ষের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। ম্যাচটি মাঠে বসে যারা দেখতে পারবেন না, তাদের কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। সূত্র : ক্রিকটাইম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়