হবিগঞ্জে পৃথক ২টি অভিযানে ৪০ বস্তা চাপাতা ও ৩ হাজার পিছ কোলগেট জব্দ করে বিজিবি
আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে চিমটিবিল বাগানের এক অভিযান চালিয়ে একটি বাগানের ভেতর থেকে উদ্ধার করেন ৪০ বস্তা ভারতীয় নিষিদ্ধ নিন্মমানের চা-পাতা। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
উল্লেখ কিছুদিন পূর্বে হবিগঞ্জ জেলা সিআইডি পুলিশ চুনারুঘাট সীমান্ত সংলগ্ন চা বাগানে অভিযান চালিয়ে দুই পিকআপ ভর্তি চা-পাতাসহ চালককে আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তবে এ সময় ৩ চোরাকারবারি পালিয়ে যায়।
অপর দিকে, রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরেকটি অভিযানে চিমটিবিল সীমান্তে ৩ হাজার পিস কলগেট জব্দ করে । চিমটিবিল সীমান্তের ১৯৭৪/৪ এস পিলারের এলাকায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হয়। এ সময় সীমান্তের ১৯৭৪/৪ এস পিলার সংলগ্ন রাবার বাগানের ভিতরে কয়েক জন চোরাকারবারিকে কার্টুন নিয়ে পাচার করে দেখতে পেয়ে তারা ধাওয়া করেন।
এতে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং ৩ হাজার পিস ভারতীয় কলগেট টুথপেস্ট জব্দ করেন। জব্দকৃত কলগেটের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
আপনার মতামত লিখুন :