শিরোনাম
◈ আখেরি মোনাজাত চলাকালে ‘ড্রোন আতঙ্ক, আহত অন্তত ৪০ ◈ গণ-অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ ◈ তুরাগ তীরে আখেরি মোনাজাতে দেশ ও মানবতার কল্যাণ কামনা ◈ বাংলাদেশের জন্য আবারও ১২০ কোটি রুপির সহায়তা বরাদ্দ রাখলো ভারত ◈ গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা ◈ ছেলের বিয়ে থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আটক ◈ ভাঙা ঘরে চাঁদের আলো ছড়ালেন নন্দিনী, উপহার পাঠালেন তারেক রহমান ◈ টাকা জমা রাখলে কোন ব্যাংকে কত মুনাফা পাবেন জেনে নিন ◈ ফের বাড়ল সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ ‘পরিবর্তিত’ বাংলাদেশ নিয়ে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন কলকাতার বাঙালিরা?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উসমান দেম্বেলের ইনজুরি, দলবদল মৌসুমের বাইরে বার্সেলোনাকে খেলোয়াড় কেনার অনুমতি দিয়েছে লা লিগা

রাকিব উদ্দীন : লা লিগায় দলবদল মৌসুম শেষ হয়ে গেলেও সোমবার বার্সেলোনাকে ফুটবলার কেনার অনুমতি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগার নিয়ম অনুযায়ী, অন্তত পাঁচ মাসের জন্য কোনো খেলোয়াড় ছিটকে গেলে নতুন খেলোয়াড় কেনার সুযোগ মেলে। সোমবার বার্সেলোনা ফরোয়ার্ড ওসমান ডেম্বেলের দীর্ঘ সময় ইনজুরির কারণেই লা লিগা থেকে এ অনুমতি পেয়েছে কাতালানরা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মমানুসারে খেলোয়াড়কে অবশ্যই ফ্রি এজেন্ট (ক্লাবহীন) হতে হবে অথবা স্পেনের কোনো ক্লাবে খেলতে হবে। আর ওই খেলোয়াড় উয়েফার কোনো প্রতিযোগিতায়ও খেলতে পারবেন না। খেলোয়াড় কেনার জন্য সময় বেঁধে দেওয়া থাকে ১৫ দিন।

এর আগে গেল জানুয়ারিতে হাঁটুর চোটে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজও ছিটকে গেছেন চার মাসের জন্য। তাছাড়া একই মাসে শীতকালীন দলবদলে ইতালিয়ান ক্লাব এএস রোমার কাছে কার্লেস পেরেজকে বিক্রি করেছে বার্সেলোনা। এতে দলটির স্কোয়াডে আক্রমণভাগের ফুটবলার আছেন মাত্র তিন জন- আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের অ্যান্তনিও গ্রিজম্যানের সঙ্গে যুব দলের স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। তাই নতুন একজন স্ট্রাইকারের বিকল্প নেই বার্সার।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের এক প্রতিবেদনে বলেছে, লেগানেসের মার্টিন ব্র্যাথওয়েটকে মনে ধরেছে বার্সা কর্তৃপক্ষের। চলতি লিগে ৬ গোল করেছেন এই ২৮ বছর বয়সী ড্যানিশ স্ট্রাইকার। তবে বার্সেলোনার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। লেগানেসের একটি সূত্র জানিয়েছে, বার্সার কাছ থেকে এখনও কোনো প্রস্তাব তারা পায়নি এবং ব্র্যাথওয়েটকে কিনতে হলে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে লা লিগার শিরোপাধারীদের গুণতে হবে ২০ মিলিয়ন ইউরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়