নূর মোহাম্মদ : গার্মেন্টসহ সকল কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার স্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ বাস্তবায়ন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে রুল জারি করেছিলো হাইকোর্ট। রুল জারির পর রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কাজ চলছে। কিন্তু গার্মেন্টসহ দেশের কলকারখানাগুলোতে কোনো অগ্রগতি না হওয়ায় সম্পূরক আবেদন করা হয়। সম্পাদনা : ভিক্টর রোজারিও