ডেস্ক রিপোর্ট : ভারতের ফারাক্কা ব্যারেজের উপর নির্মাণাধীন সেতু ভেঙে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শ্রমিক ও একজন ইঞ্জিনিয়ার বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিপর্যয় মোকাবিলা দল ও মালদহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ফারাক্কা ও মালদহের মাঝে নির্মাণাধীন ওই সেতুর এক নম্বর ও দুই নম্বর পিলারের মাঝে গার্ডার বসাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় বছর আগে ফারাক্কা ব্যারেজের পাশেই নতুন করে দ্বিতীয় ফারাক্কা ব্যারেজ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ব্যারেজ তৈরিতে বহু শ্রমিক কাজ করছেন। রোববারও কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎই গার্ডার ভেঙে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় সেখানে ৬ জন শ্রমিক কাজ করছিলেন। নিচে পড়ে গিয়ে তারা সবাই গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উৎসঃ জাগোনিউজ
আপনার মতামত লিখুন :