স্পোর্টস ডেস্ক : গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই গুঞ্জন ছিলো ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্রিকেট বোর্ড থেকে কিছু দিনের ছুটি নিয়েছেন তিনি। কিন্তু প্রায় আট-নয় মাস হয়ে গেছে এখনো জাতীয় দলে ফিরেননি তিনি। কবে ফিরবেন তা নিয়ে মুখ খুলছেন না। তাই আর জাতীয় দলে ফিরতে পারবেন কি না সন্দেহ করছেন ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জেতা কপিল দেবের।
১৯৮৩ তে ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল বলেন, ‘আপনি যখন লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকবেন, তখন ক্রিকেটে ফেরা আপনার জন্য কঠিন। ফিরতে পারবেন, এমনটা আমার মনে হয় না। কিন্তু যখন আপনি ৬-৭ মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন, তখন আপনি সবার মনের মধ্যেই সন্দেহ তৈরি করবেন। এটা অনেক আলোচনার জন্ম নেবে, যদিও তা কোনোভাবেই উচিত নয়।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি আসরে নিজেকে মেলে ধরার শেষ সুযোগ পাবেন ধোনি, মনে করছেন কপিল।
তিনি আরও বলেন, ‘ধোনির সামনে এখনো আইপিএল খেলার সুযোগ আছে। সেখানে তার ফর্ম ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।’
গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতির ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
আপনার মতামত লিখুন :