শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচে হেরেও জরিমানা গুনলো দক্ষিণ আফ্রিকা, কাটা হয়েছে ৬ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১৯১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এর সঙ্গে সিরিজও খুইয়েছে স্বাগতিকরা। ৭০ বছর পর দেশের মাটিতে টানা দুই টেস্ট সিরিজে পরাজয় বরণের দিনে যুক্ত হয়েছে আরেকটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে দলটির ছয় পয়েন্ট কাটা হয়েছে।

ছয় পয়েন্ট কাটার পাশাপাশি দলের প্রত্যেকের ৬০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। ছয় পয়েন্ট কাটার ফলে ৩০ থেকে প্রোটিয়াদের পয়েন্ট কমে নেমে এসেছে ২৪। ইংল্যান্ডের বিপক্ষে এ সিরিজে চার ম্যাচের মধ্যে একটিতে জিতে ৩০ পয়েন্ট অর্জন করেছিলো প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে ৬ ম্যাচেই হেরেছে তারা।

ফাফ ডু প্লেসিসের দল নির্ধারিত ওভারের চেয়ে তিন ওভার কম করার কারণে এ শাস্তি। মাঠের দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও জোয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার রড টাকার ও চতুর্থ আম্পায়ার এ অভিযোগ তুলেন। স্বাগতিকদের অধিনায়ক ডু প্লেসিস অভিযোগ স্বীকার করে নিলে এবং শাস্তি মেনে নিলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে প্রতি এক ওভারের জন্য দুই পয়েন্ট কাটা হবে দলের।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। ৭ ম্যাচের সবগুলোতে জয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করেছে। ১০ ম্যাচের ৭ জয় ২ হার ১ ড্রয়ে ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ৯ ম্যাচে ৫ জয়ে ৩ হার ও ১ ড্রয়ে ১৪৬ পয়েন্ট।

৪ ম্যাচে ১ জয় ৩ হার ১ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে ৪র্থ ও ৫ম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ৫ ম্যাচে ১ জয় ও ৪ হার নিয়ে ষষ্ঠ স্থানে ৬০ নিয়ে আছে নিউজিল্যান্ড। সপ্তম স্থানে অবস্থান করা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪। সাত ম্যাচে ১ জয় ও ৬ ম্যাচে হেরেছে তারা। ২ ম্যাচ খেলে কোনো জয় নেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের। শূন্য পয়েন্ট নিয়ে ৮ম ও ৯ম স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়