শিরোনাম
◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার ◈ বিমসটেক মহাসচিবকে যে উদ্যোগ নিতে বললেন ড. ইউনূস ◈ উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সারজিস আলম  ◈ এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রথম ধাপে ফেরত নিতে রাজি মিয়ানমার ◈ ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় যা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ ‌‘৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি’ ◈ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত: বিক্রম মিশ্রি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩০ জানুয়ারি নৌকার পক্ষে গণমিছিলের মাধ্যমে তাপসের বিজয় সুনিশ্চিত করতে হবে, বললেন আমির হোসেন আমু

সমীরণ রায় : সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথসভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের কয়েক দিন আগে বঙ্গবন্ধুর নৌকার যে মিছিল হয়েছিল তাতে জনগণ বুঝতে পেরেছিল নির্বাচনে আওয়ামী লীগই জয় লাভ করবে।

আমু আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বিজয়ী করে স্বাধীনতা পেয়েছিলাম। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী তাপসের বিজয়কেও সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মুজিববর্ষের আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রার্থী। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে এনে তাপসের বিজয়কে নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়