শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : মির্জা ফখরুল  ◈ আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের পরাজয় ◈ ইতিহাসের পাতায় ব্রিটজকে ◈ সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন ◈ ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি ও মাস্কাটে বৈঠক হতে পারে তৌহিদ-জয়শঙ্করের ◈ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দরকার সম্মিলিত উদ্যোগ : পরিবেশ উপদেষ্টা ◈ এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার: ইসি আনোয়ারুল ◈ সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্তির সুপারিশ ◈ আবারও কয়েকটি ব্যাংককে একীভূতকরণের গুঞ্জন ◈ তিতাসের আবাসিক গ্যাস বিল পরীক্ষা করবে তৃতীয় পক্ষ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্কেটবল কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০ টায় ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন যুক্তরাষ্ট্রের সাবেক কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় মারা যান ব্রায়ান্টের মেয়ে জিয়ান্নাও। যার বয়স ছিলো মাত্র ১৩ বছর।

সাবেক এই কিংবদন্তির মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা ক্রীড়াবিশ্ব। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ফুটবলের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

এক টুইট বার্তায় মেসি লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার এবং বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। তোমার সাথে দেখা হওয়া এবং সময় কাটানো আমার কাছে অনেক বেশি কিছু ছিলো। পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে তুমি ছিলে অন্যতম!’

অপরদিকে রোনালদোও তার শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘কোবি এবং তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর সংবাদ শুনে বড়ই ব্যথিত হয়েছি। সে একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন, এবং অনেকের কাছে ছিলেন স্বপ্নের নায়ক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং এই দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে। ভালো থাকবেন কিংবদন্তি!’

এছাড়া লিলকে জোড়া গোলে হারানো পিএসজির তারকা ফুটবলার নেইমার তার গোলগুলো কেবিকে উৎসর্গ করেছেন।

ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলসে লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান্ট।

২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান্ট। এ ছাড়া ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়