নিজস্ব প্রতিবেদক : গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। তার পুরস্কারও পেলেন তিনি। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) অ্যাওয়ার্ড ২০১৯ হলেন রোমান সানা। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
এ বছর সাকিব আল হাসান ও জামাল ভূঁইয়াকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আর্চার রোমান সানা। ২০১৯ সালে যিনি স্বপ্নময় সময় কাটিয়েছেন। কেটেছেন অলিম্পিকে সরাসরি খেলার টিকিট। এ ছাড়া দর্শকদের ভোটেও (পপুলার চয়েজ অ্যাওয়ার্ড) সেরা হয়েছেন রোমান।
একই ক্যাটাগরিতে তিনি পেছনে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান, ফুটবলার জামাল ভূঁইয়া, কারাতেকা মারজান আক্তার প্রিয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও ফেন্সার ফাতেমা মুজিবকে। বর্ষসেরা আর্চারের পুরস্কারও পেয়েছেন রোমনা সানা।
সব মিলিয়ে মোট তিনটি পুরস্কার জিতে সন্ধ্যাটা নিজের করে নেন রোমান। ক্রীড়াবিদ ও সংগঠক মিলে মোট ১৫টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেয়া হয়।
এক নজরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম-
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৯ রোমান সানা (আর্চারি), পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৯, রোমান সানা (আর্চারি); বর্ষসেরা ক্রিকেটার ২০১৯, সাকিব আল হাসান; বর্ষসেরা ফুটবলার ২০১৯, জামাল ভূঁইয়া; বর্ষসেরা ভারোত্তোলক ২০১৯, মাবিয়া আক্তার সীমান্ত; বর্ষসেরা আর্চার ২০১৯, রোমান সানা; বর্ষসেরা কোচ ২০১৯, মার্টিন ফ্রেডরিখ (কোচ, জাতীয় আর্চারি দল), বর্ষসেরা কারাতে খেলোয়াড় ২০১৯, হোমায়রা আক্তার অন্তরা; বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় ২০১৯ দীপু চাকমা, বর্ষসেরা ফেন্সিং খেলোয়াড় ২০১৯, ফাতেমা মুজিব; উদীয়মান ক্রীড়াবিদ ২০১৯, ইতি খাতুন (আর্চার); তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৯, রফিকউল্ল্যাহ আখতার মিলন (অ্যাথলেটিক কোচ),
তাজুল ইসলাম (ফুটবল কোচ); বিশেষ সম্মাননা ২০১৯, আব্দুল জলিল (সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ); বর্ষসেরা সংগঠক ২০১৯, কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আরচারি ফেডারেশন); বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৯, সিটি গ্রুপ।
আপনার মতামত লিখুন :