সাইফুর রহমান : দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি আরেকবার ঘোষণা করতে চাই এধরনের হুমকি আমাদের কাছে বরাবরই অগ্রহণযোগ্য। কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এধরনের কথা বলার কোনো অধিকার নেই। ফোর্বস,স্পুটনিক নিউজ, ফার্সনিউজ
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, কাসেম সোলায়মানির পথ অনুসরণ করলে কুদস ফোর্সের নতুন কমাণ্ডার জেনারেল কায়ানিকেও একই পরিণতি ভোগ করতে হবে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় একরকম তাৎক্ষনিক মন্তব্য করলো রাশিয়া।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী জেনারেল কায়ানিকে কুদস ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ দেন। সম্পাদনা : তন্নীমা আক্তার
আপনার মতামত লিখুন :