এনামুল হক: বুধবার স্থানীয় জাতিগত সংঘর্ষে বিবদমান দক্ষিণ সুদানের সীমান্তবর্তী আবেই অঞ্চলের একটি গ্রামে কমপক্ষে ৩২ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। আল জাজিরা
সুদানে নিয়োজিত জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বুধবার আবেই শহরের উত্তর-পশ্চিমের প্রায় ৯ কিলোমিটার দূরে ডিঙ্কা গ্রামে যাযাবর মিশেরিয়া গোষ্ঠি স্থানীয় লোকজনের উপর অতর্কিত হামলা চালায় এবং ঘরবাড়িতে আগুন দেয়।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির কাছে দেওয়া এক সাক্ষাতকারে আবেই অঞ্চলের প্রশাসনিক প্রধান কুওল আলোর কুওল বলেন, এ হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও মহিলা আছে এবং আহতের সংখ্যা প্রায় ২৪ জন। এখনো পর্যন্ত প্রায় ১৫ জন নিখোঁজ যার মধ্যে শিশুও রয়েছে। হামলাকারীরা ২০টিও বেশি ঘরবাড়িতে আগুন দিয়েছে। তিনি আরো জানান, চিকিৎসার জন্য আহতদের আগোক শহরের হসপিটালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা : আবদুল অদুদ
আপনার মতামত লিখুন :