রাশিদ রিয়াজ : ইরানের আরেক শীর্ষ কমান্ডার ও বাসিজ প্রধান আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে। বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারী আততায়ী মোটরসাইকেলে করে এসে তার মাথায় গুলি করে হত্যা করে। হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আবদুল হোসেইন মোজাদ্দামি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন।
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান হুক বলেছেন, সোলায়মানির পথ অনুসরণ করলে কুদস বাহিনীর প্রধান জেনারেল ইসমাইল কায়ানিকে একই পরিণতি ভোগ করতে হবে। আশহারক আল-আওশাতকে দেয়া সাক্ষাতকারে মার্কিন কূটনীতিক বলেন, সোলায়মানিকে হত্যা করায় যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা ইরান কখনই পূরণ করতে পারবে না। মোজাদ্দামি আইআরজিসির বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট ৫টি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি।
ব্রায়ান হুক বলেন, এটি কোনো নতুন হুমকি নয় বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বলে থাকেন যে, মার্কিন স্বার্থ রক্ষা করার জন্য তিনি চূড়ান্ত আঘাত হানবেন। জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতাকে জানান, সর্বশক্তি দিয়ে তিনি জেনারেল কাসেম সোলাইমানির পথ অনুসরণ করবেন। তিনি জানিয়েছেন, তার লক্ষ্য হবে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা|
আপনার মতামত লিখুন :