আসিফুজ্জামান পৃথিল : আদিবাসী অস্ট্রেলিয়ানরা হাজার হাজার বছর আগে পানি সরবরাহের জন্য খাল খুঁড়েছিলেন। ভিক্টোরিয়া রাজ্যে বন পুড়ে বিপুল পরিমান জমি উন্মোচন হওয়ায় এগুলোর সন্ধান মিলেছে। সিএনএন
বাজ বিম কালচারাল ল্যান্ডস্কেপে রয়েছে অনেকগুলো সেচ খাল এবং আগ্নেয় শিলা দিয়ে তৈরি বাঁধ।
ইউনেস্কো বলছে, এটি বিশ্বের অন্যতম প্রাচীন সেচ ব্যবস্থা।
৬ হাজার ৬০০ বছর আগে এই সেচ ব্যবস্থা বানিয়েছিলো গুনডিতজমারা জনগোষ্ঠী। এর বয়স মিসরিয় পিরামিডের চেয়েও বেশি।
এই সেচ ব্যবস্থা সম্পর্কে আগেই জানতেন প্রত্নতাত্বিকেরা। তবে গত জুলাইয়ে তা ইউনেস্কোর তালিকাভুক্ত হয়।
আপনার মতামত লিখুন :