সিরাজুল ইসলাম: দক্ষিণ কাঠমান্ডুর দামান রিসোর্টে মঙ্গলবার তাদের মৃত্যু হয়। রয়টার্স
পুলিশ জানিয়েছে, হোটেলের ওই কক্ষ গরম রাখার জন্য সোমবার রাতে গ্যাসের হিটার ব্যবহার করা হয়েছিলো। সম্ভবত সে কারণে শ^াস রোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা হোবিন্দ্র বাগোতি বলেন, তাদের ক্ষম গরম রাখার জন্য গ্যাসের হিটার ব্যবহার করা হয়েছিলো। সম্ভবত শ^াস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে। ওই গ্রুপের অপর ৭জন পর্যটক অক্ষত রয়েছেন।
দামান রিসোর্টটি হিমালয়ের দৃশ্য উপভোগ করার জন্য সুপরিচিত। নেপালের অর্থনীতিতে রাজস্বের একটি ভাল উৎস হলো পর্যটন খাত। এ খাতে লাখ লাখ চাকরি রয়েছে। গত বছর ১০ লাখের বেশি পর্যটক দেশটিতে ভ্রমণে যান।
আপনার মতামত লিখুন :