শিরোনাম
◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়ায় শিশুর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তায়েবা (১.৫ বছর) নামে এক শিশুর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার করার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বর্তমানে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশেদুর রহমান।

শিশুটির বাবা ওয়াসিম দস্তগীর জানান, বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ওয়াসিম দস্তগীরের দেড় বছরের মেয়ে তায়েবা ডায়রিয়া ও বমি হলে, বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ে তায়েবাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ম্যাডিকেল অফিসার সুমাইয়া জাবিন শিশুটিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করায়।

পরে নার্স রাজিয়া এবং নাজরানা শিশু তায়েবাকে হাসপাতালের নিজস্ব সরকারি মেয়াদোত্তীর্ণ স্যালাইন ‘ডেক্সোরাইড’ নামের একটি স্যালাইন পুশ দেন। স্যালাইনে লাগানো কাগজের মোড়কে স্যালাইনটি ২০১৪ সালের মে মাসে তৈরি এবং মেয়াদ ২০১৭ সালের মে মাস পর্যন্ত উল্লেখ ছিলো।

স্যালাইন পুশের পর থেকে শিশুটির খিঁচুনি দেখা দেয় ও চোখ লাল হতে থাকে। তখন তাদের সন্দেহ হলে হাসপাতালে স্বজনেরা ব্যবহৃত স্যালাইনটি মেয়াদোত্তীর্ণ দেখতে পায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশেদুর রহমান মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, ফার্মাসিস্ট ও কর্তব্যরত নার্সের ভুলে এটি হয়েছে।

এ ব্যাপারে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়