শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বিপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাজশাহী রয়্যালসের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। প্রতিবারের মতো এবারের আসরও এক ঝাঁক বিদেশি তারকা বিপিএল মাতিয়েছিলো। আসর শেষ করে যে যার মতো বাংলাদেশ ছেড়ে গেছেন ক্রিকেটাররা। তার আগে এবারের বিপিএল নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন তারা।

গত আসরের মত এবারের বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। তবে শিরোপা জিততে পারেননি। ফাইনালে উঠে শিরোপার না জিতার আক্ষেপ থাকলেও বাংলাদেশের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তার মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রুশো লিখেছেন, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগাররা জিততে পারিনি তবে দুর্দান্ত কিছু প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ব্যাপার ছিলো। আবারো মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’

এবারের আসরে রাজশাহীর হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করে নিজ দল রাজশাহী রয়্যালসের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।

নাওয়াজ লিখেছেন, ‘বাংলাদেশে কাটানো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে পারায় বেশ ভালো লাগছে। আমি রাজশাহী রয়্যালসকে তাদের অবিশ্বাস্য সমর্থন এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

উচ্ছ্বাস প্রকাশ করেছেন নওয়াজের সতীর্থ্য মোহাম্মদ ইরফানও। তিনি লিখেছেন, ‘কানাডার পর এবার বিপিএল। টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা দুর্দান্ত অভিজ্ঞতা ছিলো এবং বাংলাদেশের দর্শকেরাও অসাধারণ ছিলেন। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’

নাওয়ার-ইরফানদের মতো বিপিএল জয়ের আনন্দ ছুঁয়ে গেছে রাজশাহীর আরেক বিদেশি ক্রিকেটার রবি বোপারাকেও। বিপিএল কাপ হাতে শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন বোপারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়