নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাজশাহী রয়্যালসের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। প্রতিবারের মতো এবারের আসরও এক ঝাঁক বিদেশি তারকা বিপিএল মাতিয়েছিলো। আসর শেষ করে যে যার মতো বাংলাদেশ ছেড়ে গেছেন ক্রিকেটাররা। তার আগে এবারের বিপিএল নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন তারা।
গত আসরের মত এবারের বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। তবে শিরোপা জিততে পারেননি। ফাইনালে উঠে শিরোপার না জিতার আক্ষেপ থাকলেও বাংলাদেশের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তার মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রুশো লিখেছেন, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগাররা জিততে পারিনি তবে দুর্দান্ত কিছু প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ব্যাপার ছিলো। আবারো মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’
Thank you Bangladesh for all the support during the BPL!! Unfortunately we the Tigers couldn’t get the victory tonight but was great to play along side some serious talent! Congratulations to Royals 👏 till we meet again...💪
— Rilee Rossouw (@Rileerr) January 17, 2020
এবারের আসরে রাজশাহীর হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করে নিজ দল রাজশাহী রয়্যালসের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।
নাওয়াজ লিখেছেন, ‘বাংলাদেশে কাটানো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে পারায় বেশ ভালো লাগছে। আমি রাজশাহী রয়্যালসকে তাদের অবিশ্বাস্য সমর্থন এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
Enjoyed my time in Bangladesh 🇧🇩 and what better way to finish by winning the BPL for the first time 🔥🏆🏏. I’d like to thank Rajshahi Royals for their incredible support and hospitality. pic.twitter.com/ErtE15Kj7v
— Muhammad Nawaz (@mnawaz94) January 17, 2020
উচ্ছ্বাস প্রকাশ করেছেন নওয়াজের সতীর্থ্য মোহাম্মদ ইরফানও। তিনি লিখেছেন, ‘কানাডার পর এবার বিপিএল। টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা দুর্দান্ত অভিজ্ঞতা ছিলো এবং বাংলাদেশের দর্শকেরাও অসাধারণ ছিলেন। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’
Canada & Now BPL - great to win Back to back trophies. It was an amazing experience to be the part of Rajshahi Royals and Bangladeshi crowd was awesome. Can't wait to see #PakvBan series on Pakistan soil. #RiseAndRise pic.twitter.com/w4JBhAaiy9
— Mohammad Irfan (@M_IrfanOfficial) January 18, 2020
নাওয়ার-ইরফানদের মতো বিপিএল জয়ের আনন্দ ছুঁয়ে গেছে রাজশাহীর আরেক বিদেশি ক্রিকেটার রবি বোপারাকেও। বিপিএল কাপ হাতে শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন বোপারা।
Can’t beat winning trophy’s. what a feeling. Another trophy sealed and delivered. Well done to all the team and @RajshahiRoyals and top coach @owaisshah203 #BPLseason7 pic.twitter.com/hh8v0j96MF
— Ravi Bopara (@ravibopara) January 17, 2020
আপনার মতামত লিখুন :