শিরোনাম
◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ ◈ সিলেট-১০ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে আসছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন বেদের মেয়ে জোছনা ছবির প্রযোজক

বাংলাদেশ জার্নাল : দেশীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’। ছবিটির প্রযোজক আব্বাস উল্লাহ আজ (শনিবার) বিকালে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি জানান, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্বাস উল্লাহ।

মৃত্যুকালে তার বয়স প্রায় ৬৫ বছর হয়েছিলো বলে জানান প্রযোজকদের নেতা। মৃত্যুকালে আব্বাস উল্লাহ স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন৷

‘বেদের মেয়ে জোছনা’ ছবির নায়ক ইলিয়াস কাঞ্চন আব্বাস উল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘আমাদের সিনেমা একজন সজ্জন ব্যক্তিকে হারালো। আমি তার রুহের মাগফেরাত কামনা করি।’

তিনি আরো বলেন, ‘বছর দুই ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কাউকে চিনতে পারতেন না। তার মৃত্যু ঢাকাই সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া করি আল্লাহ যেন আব্বাস উল্লাহ সাহেবকে জান্নাত দান করেন।’

আব্বাস উল্লাস ছিলেন আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার যেটি দেশীয় সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান। মতিউর রহমান পানুর সঙ্গে যৌথভাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি।

আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে ‘বেদের মেয়ে জোছনা’, ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘জ্বী হুজুর’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।

প্রযোজনার পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেছেন আব্বাস উল্লাহ।

জানা যায়, এই প্রযোজকের বাবা আব্দুল হামিদ ছিলেন সাবেক বনানী পৌরসভার চেয়ারম্যান। তার নামেই রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ির নামকরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়